ওলামা দল মানিকগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মানিকগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার সভাপতি হিসেবে কারি আশিকুর রহমান খান ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মো. আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এর আগে জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক ছিলেন হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুন আর সদস্য সচিব ছিলেন নবগঠিত কমিটির সভাপতি কারি আশিকুর রহমান খান।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।