খালেদা জিয়ার জ্বর কমেছে, আছেন বোর্ডের পর্যবেক্ষণে
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর কমেছে। রক্তের হিমোগ্লোবিনও বেড়েছে। ডায়েবেটিসসহ অন্য জটিলতাগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তিনি মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন।
বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য আজ শুক্রবার (১৮ আগস্ট) রাতে এসব তথ্য জানান। এই সদস্য আরও জানান, পরিস্থিতি এমন থাকলে আগামী সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।
ওই চিকিৎসক বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের অবস্থা কিছুটা ভলোর দিকে। শরীরে যে পানি ছিল তার পরিমাণ কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। কেবিনেই তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই ম্যাডামের স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সে অনুয়ায়ী, ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, ‘লিভারের মতো জটিল সমস্যা তো আছেই। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু, একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাকে বারবার মাল্টিপুল ডিজিস সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছে তার গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা। আর মাসুদ নামে নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে খাবার নিয়ে যান।