ছাত্রদল নেতাকর্মীর মুক্তির জন্য ছয় ঘণ্টার আল্টিমেটাম বিএনপির
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার (১৯ আগস্ট) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশে এই প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে বলেছেন, চার থেকে ছয় ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না দিলে দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’
এই সরকার বিদেশিদের দিকে তাকিয়ে আছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের পদত্যাগের মাধ্যমে নতুন দিগন্ত শুরু হবে। এই সরকার বিদেশিদের দিকে তাকিয়ে আছে। জনগণের উত্তাল তরঙ্গ তৈরি হলে কোনো বিদেশি এগিয়ে আসবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘এরা অসাংবিধানিক ও অবৈধ সরকার। তারা ১৫ বছর ধরে জনগণের কাঁধে চেপে বসেছে। এরা এখন গণতন্ত্রের জন্য নাকি সুষ্ঠু নির্বাচন চায়। দেখেন আমাদের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না হলে দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র এই দেশে নয়, এই উপমহাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী নেত্রী। তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। এই কথা বললেই আওয়ামী লীগের গাত্রদাহ হয়। তিনি গৃহবধূ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মিথ্যা মামলায় পাঁচ বছর বন্দি আছেন আমাদের নেত্রী। দুই কোটি টাকার সাজানো মামলা দেওয়া হয়। দুই কোটি টাকা আজকে আট কোটি টাকা হয়েছে।’
বেগম খালেদা জিয়ার মুক্তি অবিলম্বে দিতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যদি বন্দি অবস্থায় আমাদের নেত্রীর কিছু ঘটে তার সমস্ত দায় সরকারকে নিতে হবে। ডাক্তাররা বারবার বলে আসছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু সরকার কর্ণপাত করছে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।