জাপানে পণ্য রপ্তানি করলেই মিলবে বিশেষ ঋণ সুবিধা
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের বলেছেন, বরিশালের ব্যবসায়ীরা জাপানে কমপক্ষে এক লাখ মার্কিন ডলার সমমূল্যের পণ্য বা সেবা রপ্তানি করলেই মিলবে সর্বোচ্চ ৫% সুদে ঋণ। এই ঋণ দিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসার অধিকতর সম্প্রসারণ ঘটাতে সহায়তা করা হবে।
আজ শনিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আবু ফরাহ মো. নাছের এই কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের FDIPP Implementation Unit এর তত্ত্বাবধানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের উপর বিশেষ সচেতনতা বৃদ্ধির বিষয়ে এই সেমিনার হয়।
ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের আরও বলেন, শর্ত পূরণকারী উদ্যোক্তা বা ব্যবসায়ীদের পিএফআইভুক্ত তফসিলি ব্যাংকের মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ ৫% সুদে ঋণ দেওয়া হচ্ছে। বরিশাল অঞ্চলের যেসব উদ্যোক্তা বা ব্যবসায়ীরা জাপানে বিভিন্ন পণ্য বা সেবা রপ্তানি করছেন তাদের এই প্রজেক্টের আওতায় আনা হবে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বরিশালের ব্যবসায়ীরা।
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) শওকাতুল আলম বলেন, জাপানে রপ্তানি সংক্রান্ত এই প্রকল্প বরিশাল অঞ্চলে শিল্প কল-কারখানার বিকাশ ঘটাতে সহায়ক হবে। তাই বরিশাল অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে এ প্রকল্পের আওতায় ঋণ গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের ওপর দুটি প্রেজেন্টেশন করেন এফডিআইপিপি পিআইইউ-এর কনসালটেন্ট টামন নাগাই ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইভানা আক্তার। এসময় বরিশাল অঞ্চলের ২০ ব্যাংক এবং পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধানসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।