ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ এখনও নিশ্চিত নয় : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। তবে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন তিনি।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিসহ বিশ্বের কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে।’
এর আগে অপর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ব্রিকসের সদস্য হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘বিষয়টি আমাদের ওপর নির্ভর করে না।'