ভারত যেটা ভাল মনে করে তাই করে, এ নিয়ে বলার কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ক সরকার। তারা নিজেদের জন্য যেটা ভাল মনে করে সেটাই করে। এ সম্পর্কে আমাদের কোনো কিছু বলার নেই।’
আজ রোববার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
ভারতের পশ্চিবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কিনা- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ক। তারা অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভাল মনে করে, সেটাই তারা করেছে। সে বিষয়ে আমাদের বলার কিছু নেই।’
এ সময় অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত যদি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কিছু বলে থাকে, নিশ্চই তা এই এলাকার উপকারে আসবে।’ প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার (২১ আগস্ট) ব্রিকস সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।’
প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।