মির্জা ফখরুল কোন পর্যায়ের মিথ্যা বলেন, নিজেও ভুলে গেছেন : আইনমন্ত্রী
‘সর্বজনীন পেনশন’ কর্মসূচি নিয়ে সম্প্রতি সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই প্রসঙ্গ টেনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম মিথ্যা কথা বলতে বলতে কোন পর্যায়ের মিথ্যা বলেন তা নিজেও ভুলে গেছেন। কারণ হলো, তিনি প্রকৃত তথ্য না জেনেই কথা বলেন।’
আজ মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম ভুলে গেছেন, মুফতি হান্নানকে অন্য কয়েকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তখন সেসব মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক পর্যায়ে মুফতি হান্নান বললেন, দেখুন, আমাকে তো ফাঁসি দিয়ে দেবেন, আমি কিছু সত্য কথা বলতে চাই।’
‘কি সে সত্য কথা, তাকে জিজ্ঞাসা করলে পুলিশের কাছে বলতে অপারগতা জানায়। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বলতে চান। তখন তাকে বলা হলো, ম্যাজিস্ট্রেটের কাছে বললে তো ১৬৪ ধারায় স্বীকারোক্তি হিসেবে নিতে হবে। জবানবন্দিতে মুফতি হান্নান ২১ আগস্টের গ্রেনেড হামলা ও এর মূল পরিকল্পনাকারী এবং তারেক রহমানের সেই হাওয়া ভবনের কথা বলে গেছেন। মির্জা ফখরুলকে বলব, আপনি তথ্য জেনে নিয়ে কথা বলুন, তাহলে আপনাকে এতো মিথ্যাবাদী কেউ বলবে না।’
বঙ্গবন্ধু সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতি এবং আন্দোলন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) বাংলার মানুষকে তাদের অধিকার সমন্ধে শিখিয়েছেন। অধিকার আদায়ে কী করতে হয়, তাও জানিয়েছেন। এজন্য তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সভা-সমাবেশ ও গণসংযোগ করেছেন। বাংলার সর্বস্তরের মানুষকে সংগঠিত করেছেন।’
আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি ১৩ বছর জেল খেটেছেন। তারপরও তিনি কখনই সামরিক জান্তার সঙ্গে আপোষ করেননি। বাংলার মানুষকে সত্যিকারভাবে ভালোবাসতেন বলেই তিনি বঙ্গবন্ধু।’