সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ : ভোলায় ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মী বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় ভোলা জেলা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। এমনকি, তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ে সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ভোলা জেলা ছাত্রলীগ। গত সাতদিনে ভোলা জেলা ছাত্রলীগ সর্বমোট ৯ নেতাকর্মীকে বহিষ্কার করল।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিকুরুল ইসলাম বাহার, দৌলতখান উপজেলার আবু আবদুল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খসরু ও সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মিরাজ আফসান।
জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করায় তাদের সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে রাইহান আহমেদ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।’
এর আগে, গত শনিবার একই কারণে দৌলতখান উপজেলার চার নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।