স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন
রাজধানীতে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় সাথেল মাহমুদ সোহেল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৩ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি এ বিষয় নিশ্চিত করেছেন। ইশতিয়াক হোসেন বলেন, ‘বিচারক রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী রাজধানীর বি এ এফ শাহিন স্কুলে পড়তো। স্কুলে যাওয়া আসার পথে আসামি সোহেল তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২০১২ সালের ১৭ অক্টোবর প্রতিদিনের মতো ওই ছাত্রী স্কুলে যায়। শারীরিক অসুস্থতার কথা বলে স্কুল শেষ হওয়ার আগেই বের হয়ে যায় সে।
এদিকে, ওই শিক্ষার্থী বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। পরে, তারা জানতে পারেন সোহেল তাকে বিরক্ত করত। সোহেলের পরিবারকে বিষয়টি জানান তারা। পরে সোহেল ওই শিক্ষার্থীর বাবাকে জানায়, মেয়ে তোর সঙ্গে রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৮ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।