অধিকার সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে মামলার রায় ৭ সেপ্টেম্বর
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার রায়ের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায়ের দিন ধার্য করেন। এদিন জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী জুয়েল এ বিষয় জানিয়েছেন। তিনি বলেন, আজ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের দিন নির্ধারণ করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিল ও এলানের বিরুদ্ধে প্রতিবেদন দেয় পুলিশ। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। আদিলুর রহমান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।