বিএনপির কালো পতাকা মিছিল শুরু
সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় ‘কালো পতাকা মিছিল’ শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার (২৫ আগস্ট) সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিল শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। এ ছাড়া দেশের সব মহানগরে এই কর্মসূচি পালিত হচ্ছে।
রাজধানীর শ্যামলী রিং রোড থেকে ঢাকা উত্তর মহানগর বিএনপি কালো পতাকা মিছিল শুরু করেছে। আর দক্ষিণ মহানগর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সমানে থেকে মিছিল শুরু করেছে। এটি দয়াগঞ্জে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
আর উত্তর মহানগরের মিছিলটি শ্যামলীর রিং রোড থেকে শুরু হয়েছে, শেষ হবে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে। এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
মির্জা আব্বাস বলেন, 'বহির্বিশ্ব আজ দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। একটি দেশ বলছে, এই সরকারকে আবার লাগবে। আমি বলতে চাই, সরকার নয়, দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন। আজ এ সরকারের অধীনে নির্বাচন দেশের জনগণ মানে না। বিনা ভোটের নির্বাচনের স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।'
আমীর খসরু বলেন, ‘দেশের মানুষের প্রতিপক্ষ এখন শেখ হাসিনা। দেয়ালে লেখা আছে শেখ হাসিনা বিদায় হন।’ তিনি আরও বলেন, ‘জঙ্গি খেলা চলবে না। বিশ্ববাসী বুঝে ফেলেছে, আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি আর নেই। বিশ্বে আওয়ামী লীগ সবচেয়ে বড় সন্ত্রাসী দল।’