পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী নিয়ে ১ সেপ্টেম্বর ছাত্র সমাবেশ : ছাত্রলীগ
রাজধানী ঢাকায় আগামী ১ সেপ্টেম্বর ছাত্রসমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। একইসঙ্গে, এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখেরও বেশি নেতাকর্মী অংশ নেবেন বলে দাবি করা হয়েছে।
আজ শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘শোকের মাস আগস্টে ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের মতো এবছরও মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রতি বছর আলোচনা সভার আয়োজন করে থাকলেও এ বছর ছাত্র সমাবেশের উদ্যোগ নিয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।’
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘এবারের ছাত্র সমাবেশের বিশেষত্ব হলো, এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন। সর্ববৃহৎ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের সর্বাত্মক প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘এ লক্ষ্যে গত ১০ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় বিশেষ বর্ধিত সভা, যেখানে সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হন। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে।’