বিএনপি নেতারা সিঙ্গাপুরে গিয়ে ষড়যন্ত্র করছেন কিনা, প্রশ্ন তথ্যমন্ত্রীর
চিকিৎসার জন্য বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা সিঙ্গাপুরে গিয়েছেন। তবে, তারা সিঙ্গাপুরে গিয়ে ষড়যন্ত্র করছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রোববার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ প্রশ্ন করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির তিন নেতা সিঙ্গাপুর গেছেন। পত্র-পত্রিকা লিখছে, এটা কি আদৌ চিকিৎসা নাকি আরও কোনো ষড়যন্ত্র করার উদ্দেশে তারা একইসঙ্গে সিঙ্গাপুর গেলেন। এটি অনেকেরই প্রশ্ন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আসলে হত্যার রাজনীতিটাই করে। জিয়াউর রহমানের উত্থান হত্যার রাজনীতির মাধ্যমেই। জিয়াউর রহমানের বিরুদ্ধে যখনই সেনাবাহিনীতে ক্যুর প্রচেষ্টা হয়েছে, তখনই নির্বিচারে সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের হত্যা করা হয়েছে। এভাবে জিয়াউর রহমান ক্ষমতাকে নিষ্কণ্টক করার চেষ্টা করেছিলেন। তবে, করতে পারেননি। তার লোকই তাকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়া নিজের ক্ষমতাকালেও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেননি।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ থেকে যদি অপরাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, জিঘাংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হয় তাহলে যারা প্রতিহিংসা ও অপরাজনীতি করে তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় করা দরকার। নইলে এই অপরাজনীতি বন্ধ হবে না।’