এজলাস কক্ষে হট্টগোল দুর্ভাগ্যজনক : অ্যাটর্নি জেনারেল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর আদেশের সময় আদালত কক্ষে বিএনপিপন্থি আইনজীবীর কজলিস্ট ছুড়ে মারার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
আইনের দৃষ্টিতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ইউটিউব, ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরানোর আদেশের সময় গতকাল সোমবার আদালত কক্ষে হট্টগোল করে বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনার সময় বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম এজলাস ত্যাগ করেন।
এর আগে বক্তব্য সরাতে সম্পূরক আবেদন করেন রিটকারী। পরে ওই আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা জ্যেষ্ঠ বিচারপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বিষয়ে প্রধান বিচারপতি বরাবর একটি আবেদন (রিট মামলাটি অন্য আদালতে নিতে) দিয়েছি। এই অবস্থায় আপনি এ বিষয়ে আদেশ দিতে পারেন না।’
এ সময় বিএনপির আইনজীবীরা হট্টগোল করতে থাকেন এবং আদালতের উদ্দেশ্য বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তারেক রহমানের পক্ষের আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে আদালতের দুই বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।
এ ঘটনার প্রেক্ষাপটে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত অনুমতি না দিলে আপনি আদালতে কথা বলতে পারবেন না। বিচারাধীন কোনো মামলার একটি পক্ষে ওকালতনামা জমা দিলে কথা বলতে পারবেন। আমার জানামতে তারা (বিএনপিপন্থি আইনজীবীরা) কোনো ওকালতনামা জমা দেননি। ওকালতনামা জমা না দিলে কথা বলার অধিকার থাকে না। আদালত যদি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন তাহলে কথা বলতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘ওনাদের (বিএনপিপন্থি আইনজীবী) বক্তব্য রাখারই অধিকার নেই। অথচ ওনারা কথা বলছেন। একজন জুনিয়র আইনজীবী না কি কজলিস্ট ছুড়ে মেরেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ওই আইনজীবী যেটা করেছেন এটা আদালতের প্রতি অসম্মান।’