মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মিছিল বুধবার
গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (৩০ আগস্ট) মিছিল করবে বিএনপি। ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে এই মিছিল করবে তারা। আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।
রিজভী জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল ৩০ আগস্ট বুধবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে।
রিজভী বলেন, আগামীকাল ৩০ আগস্ট বুধবার, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। ২০১০ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইনস্ট এনফোর্স ডিসএ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ইতোমধ্যে প্রায় ৬০০ এর অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুন, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন।
বিএনপির এই নেতা বলেন, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের মরদেহ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেক-কে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনও অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
রিজভী আরও বলেন, গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অথবা আশেপাশের পাড়া-প্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে। গুমের মতো ঘটনা মানবতার শত্রুদের দ্বারাই করা সম্ভব। বাংলাদেশ এখন বিবেকবর্জিত অরণ্যচারী নরপিশাচদের দ্বারাই অধিকৃত। গুমের মতো কাজ কেবল পশুদের দ্বারাই সম্ভব।
বিএনপিনেতা বলেন, সভ্যতার কোন মাপকাঠি এখানে বিদ্যমান নেই। ক্ষমতাসীনরা সর্বযুগের পৈশাচিক দুঃশাসনের অনুসারী। এদের মন ও মননে বাসা বেঁধেছে হিটলার-মুসোলিনি-নমরুদ-ফেরাউনের হিংস্রতা। বাংলাদেশ থেকে গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য এরা দখল করা রাষ্ট্রকে কাজে লাগাচ্ছে। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছে। এক্ষেত্রে তিনি আর কতদূর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শঙ্কিত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি বিএনপির পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি গভীর সহানুভুতি জ্ঞাপন করছি। গুম দিবসে গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর আহ্বান জানাচ্ছি।