সারা দেশে বিএনপির গুম প্রতিরোধ দিবস পালন
আজ ৩০ আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হয়েছে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক সনদ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাব গৃহীত হয়।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ সারা দেশে কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সব মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করা হবে।’
সারা দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত সেই কর্মসূচি পালন করে মহানগর, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করেন নেতাকর্মীরা। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
মুখে কালো কাপড় বেঁধে খুলনায় মৌন মিছিল
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
আজ বুধবার (৩০ আগস্ট) বিকেলে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল কর্মসূচি পালিত হয়। অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে কে ডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
সক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য শফিকুল আলম বলেন, ‘সরকারের রোষানলে পড়ে যারাই খুন হয়েছেন, গুম হয়েছেন; তাঁরা সবাই গণতন্ত্রের সৈনিক। তাঁদের অপরাধ ছিল তাঁরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজপথে নেমেছিলেন। গুম-খুন করে জোর-জবরদস্তি করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না। চলমান এক দফা আন্দোলনেই এই সরকারের পতন হবে। গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী হিংস্রতা স্বৈরাচারী সরকারের গড়ে তোলা আইন প্রয়োগকারী সংস্থার নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
এর আগে বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মৌনমিছিল সহকারে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু হয়ে খুলনা কালেক্টর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশের বাধা
আইয়ুব আলী, ময়মনসিংহ
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি। শহরের নতুন বাজারে দলীয় অফিসের সামনে সমাবেশ শেষে মৌন মিছিল করতে গেলে দলীয় অফিসের কাছেই মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার খুঁজে খুঁজে বিভিন্ন দিবস পালন করে। কিন্তু বিশ্বব্যাপী গুম দিবস পালিত হলেও সরকার সে দিবসটি পালন করে না। কারণ সরকার নিজেই গুমের সঙ্গে জড়িত। সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দোয়া করা হয়।
গুম দিবসে মেহেরপুরে বিএনপির সমাবেশ
রেজ আন উল বাশার তাপস, মেহেরপুর
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বুধবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রমুখ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।
এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে কাঁসারী বাজার মোড় থেকে সংক্ষিপ্ত মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মুখে কালো কাপড় বেঁধে মানিকগঞ্জে বিএনপির মিছিল
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মিছিল করে মানিকগঞ্জ জেলা বিএনপি।
আজ সকালে জেলা শহরের বেউথা সেতু এলাকা থেকে বের হওয়া মিছিলটি বেউথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
ঝিনাইদহে কালো পতাকা মিছিলে পুলিশের বাধা
মিজানুর রহমান, ঝিনাইদহ
ঝিনাইদহে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় প্রিয়া সিনেমা হলের সামনে থেকে মুখে কালো কাপড় বেঁধে, কালো পতাকা হাতে মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের প্রবেশ মুখ পুরাতন ডিসি কোর্ট এলাকায় আসা মাত্র বিপুল সংখ্যক পুলিশ সড়কে ব্যারিকেড দেয়। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিএনপিনেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। ব্যারিকেড তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন তারা।
এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। ব্যারিকেড ছেড়ে নড়ে না পুলিশ। বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলের পাশে জেলা বিএনপির কার্যালয়ে যেতে চাইলে পুলিশ যেতে দেয়নি। পরে নিরুপায় হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা।
তারা বলেন, সরকার গুম, খুন, হামলা, মামলা করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকারের টিকে থাকার কোনো সুযোগ নেই। আন্দোলনের মুখে এ অবৈধ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।