শেখ হাসিনার চিন্তা কীভাবে মানুষের সেবা করা যায় : শেখ পরশ
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই চিন্তা, কীভাবে দেশের মানুষের সেবা করা যায়।’
বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার (৩০ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ‘১৫ আগস্টের শহীদদের স্মরণে’ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শেখ পরশ এ কথা বলেন।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য দেন।
শেখ পরশ বলেন, ‘শেখ হাসিনা দেশের সব নাগরিককে পেনশনের সঙ্গে সম্পৃক্ত করেছেন। শেখ হাসিনার চিন্তা এদেশের মানুষের সেবা করার, দেশের উন্নয়ন করার।’
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা গৃহহীন মানুষকে আশ্রয়ণ কর্মসূচির মাধ্যমে ঘর-বাড়ি তৈরি করে দিয়েছেন। প্রায় ৩৫ লাখ গৃহহীন মানুষ এসব ঘর পেয়েছেন। এখন শেখ হাসিনার স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, দপ্তর উপসম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদাসহ আরও অনেকে।