কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল পুলিশের বাধায় পণ্ড
নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বিএনপি ও স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে মারমুখী হওয়ায় পরিবেশ উত্তপ্ত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মিছিল পণ্ড হয়ে যায়
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বিশারা এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, আজ দুপুর আড়াইটার দিকে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বিশারা এলাকায় থেকে বিএনপির একটি মিছিল শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিএনপির অপর একটি অংশ মিছিল কলমাকান্দা পূর্ব বাজারে অবস্থান নেয়। অন্যদিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একই এলাকায় কাছাকাছি অবস্থান নেয়। তখন সংঘর্ষ এড়াতে পুলিশ মিছিল নিয়ে সামনে যেতে বাধা দেয়। পুলিশের বাধায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। অপর দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও বিক্ষোভ শুরু করে। তখন দুই পক্ষই মারমুখী অবস্থানে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে চার-পাঁচজন বিএনপির নেতাকর্মী আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।