যেসব যান চলাচল নিষেধ ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। আজ শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেও আগামীকাল থেকে এই উড়ালসড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও মোটরসাইকেল ও তিন চাকার যান এই উড়ালসড়ক ব্যবহার করতে পারবে না।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৩ সেপ্টেম্বর ভোর ৬টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশের উভয় দিকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা (টু ও থ্রি-হুইলার) এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো এবং যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওঠানামার র্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। নির্ধারিত টোল পরিশোধ করে নিচের পথগুলো দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামা করা যাবে।