সাভারে তিতাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে অগ্নিকাণ্ড
সাভারে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরবরাহ লাইনের ত্রুটির কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
শনিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় এ গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে আশেপাশের বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও হেমায়েতপুর চামড়া শিল্পনগরীর পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হেমায়েতপুর ট্যানারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ ফরহাদুজ্জামান জানান, তিতাস গ্যাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুনের সূত্রপাত হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের মেরামত ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।