রেললাইন অবরোধ তুলে নিলেন শ্রমিকরা, ট্রেন চলাচল শুরু
রাজধানীর মালিবাগে আজ রোববার (৩ সেপ্টেম্বর) রেললাইন অবরোধ করেছিল রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের একটি অংশ। চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছিলেন তারা। তবে, দুপুর সোয়া ২টার দিকে শ্রমিকরা এ অবরোধ তুলে নেন। তারপর থেকে সারা দেশের সঙ্গে ঢাকার বিচ্ছিন্ন রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
আজ বিকেল পৌনে ৪টার দিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে দেড় ঘণ্টা আগে শ্রমিকরা রেল লাইন অবরোধ তুলে নিয়েছেন। তারপর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। বাসও চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।
ওসি বলেন, ‘আজ সকাল ১০টা থেকে রেললাইন অবরোধ করে শ্রমিকরা। তাদের সঙ্গে রেল কর্তৃপক্ষের কথা হয়েছে। সেজন্য তারা সড়ক ছেড়ে দিয়েছেন। তবে, কী আলাপ হয়েছে তা আমি জানি না।’
সকালে পুলিশ জানিয়েছিল, সকাল ১০টা থেকে মালিবাগ রেলগেট এলাকায় রেলওয়ে শ্রমিকরা কর্মসূচি পালন করছেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে ২ সেপ্টেম্বরের মধ্যে চাকরি স্থায়ীকরণের কোনো পদক্ষেপ না নিলে ৩ সেপ্টেম্বর ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শ্রমিকরা। দাবি আদায়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন রেল শ্রমিকরা।
একই দাবিতে গত ১৬ জুলাই রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে আন্দোলন করেছিলেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। সেদিন রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা।
পরে চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলন স্থগিত করেন তারা।
গত ১৬ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অস্থায়ী টিএলআর খাতে ছয় মাসের বাজেট বরাদ্দ দিয়ে অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকদের দ্রুত পুনর্বহাল করার সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় থেকে বাজেট ও পুনর্বহালের কোনো চিঠি পাঠানো হয়নি। যদিও গত ১০ আগস্ট অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, রেলওয়ে কর্তৃপক্ষ রেল সচিবের মাধ্যমে আউটসোর্সিং সেবা গ্রহণের কার্যক্রম চলমান রেখেছে।
শ্রমিকরা বলছেন, গত তিন মাস বেতন ও চাকরি নেই। তারপরও শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন। প্রশাসন চাকরি করাচ্ছে, কিন্তু কোনো সমাধান দিচ্ছে না।