তিন দিন ধরে ঢোকা যাচ্ছে না বিডিনিউজে, কর্তৃপক্ষ বলল নিয়ন্ত্রণের বাইরে
দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে হঠাৎ এই সমস্যা দেখা দেয়। এরপর থেকে আজ রোববার রাত পৌনে ১০টা পর্যন্ত ব্রাউজ করতে গেলে দেখাচ্ছে, ‘সাইটটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে।’ যদিও সংবাদ মাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, বিষয়টি তাদের ‘নিয়ন্ত্রণের বাইরে।’ তবে, কর্তৃপক্ষ ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে ‘লড়াই অব্যাহত’ রেখেছে বলে পাঠকদের আশ্বস্ত করেছে।
আজ রাতে বিডিনিউজের সাইটটিতে কোনো কনটেন্ট দেখা যায়নি। ব্রাউজ করতে গেলে সাইটটিতে একটি তথ্য মিলছে। সেখানে লেখা আছে, ‘সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। কিন্তু, ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। পরে আবার চেক করুন।’
এ বিষয়ে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিডিনিউজ তাদের অফিসিয়াল পেজে একটি ঘোষণা দেয়। সেখানে তারা জানায়, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।’
এই ঘোষণার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ তাদের ইন্সটাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউব চ্যানেলের লিঙ্ক যুক্ত করে।
এ বিষয়ে জানতে বিডিনিউজ টুয়েন্টি ফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে, তার ফেসবুক ভেরিফায়েড পেজে নিউজ পোর্টালটির কর্তৃপক্ষের ঘোষণাটি শেয়ার করা আছে দেখা যায়।