মশা নির্মূল করতে না পারলে ডেঙ্গু রোগী কমবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মশা নির্মূল না করা পর্যন্ত ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা কমবে না। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা এখন এটা সমন্বিতভাবে করার চেষ্টা করছি।’
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে চীনের সিনোভ্যাক্স ফাউন্ডেশনের দেওয়া ডেঙ্গুর ২০ হাজার টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় চীনের দূতাবাস এবং সিনোভ্যাক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে মৌসুমে ডেঙ্গু দেখা দিচ্ছে, তখন মশার ওষুধ দিলেই কেবল সারা বছর মশা নিয়ন্ত্রণে থাকবে না। সবসময়ই মশার ওষুধ দিতে হবে। মশা নিয়ন্ত্রণে পরিবেশ ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’
গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুরোগী অনেক বেশি বেড়ে গেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘আমরা চিকিৎসা দেওয়ার কোনো ঘাটতি রাখিনি। আমাদের হাসপাতালে বেড প্রস্তুত করা হয়েছে, পরীক্ষার ব্যবস্থা আছে। সেখানে কিটের কোনো অভাব নেই। আমাদের বন্ধু রাষ্ট্র কিট দিচ্ছে বলে আমরা নিচ্ছি। এছাড়া চিকিৎসা দেওয়ার জন্য সরকারি হাসপাতালে স্যালাইনের সংকট নেই।’