মাদারীপুর কারাগারের হাজতির মৃত্যু
মাদারীপুর জেলা কারাগারে হাজতি নিক্সন ব্যাপারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে তিনি মারা যান।
নিক্সন ব্যাপারী (৩৫) শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে।
আজ মঙ্গলবার মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, হাজতি নিক্সন ব্যাপারী আগে থেকেই অসুস্থ ছিলেন। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুর জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, মাদারীপুর জেলার শিবচর থানার একটি চাঁদাবাজির মামলায় গত ২১ আগস্ট নিক্সন ব্যাপারীকে কারাগারে পাঠান আদালত। গতকাল রাতে খাবার খাওয়ার পর রাত ১০টার দিকে তাঁর হঠাৎ বুকে ব্যথা ওঠে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাজতি নিক্সন ব্যাপারী মারা গেছেন।