বেড়েছে ইলিশের সরবরাহ, কমেছে দাম
চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে। বড়স্টেশন পাইকারি বাজারে গত সপ্তাহের চেয়ে প্রতি মণ ইলিশের দাম আকারভেদে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কমেছে। তবে এসব ইলিশ দক্ষিণের সাগর ও উপকূল থেকে আসা।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বড়স্টেশন মাছঘাটে প্রায় দুই হাজার মণ ইলিশ এসেছে। চলতি সেপ্টেম্বর মাসে প্রচুর ইলিশ ধরা পড়তে পারে বলে জানিয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। প্রতিদিন সরবরাহ বাড়লে দামও আরও কমবে বলেও জানান তাঁরা।
এদিকে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিলে জাটকা রক্ষা অভিযানের পর থেকে আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। দিনভর জাল বেয়েও খরচ উঠছে না জেলেদের।
শরীয়তপুরের জেলে জামাল হোসেন বলেন, ‘আমরা শরীয়তপুর ও চাঁদপুরে নদীতে গুল্টিজাল দিয়ে বড় ইলিশ ধরি। এই বছর একেবারেই ইলিশ কম। কিছু ইলিশ পেয়েছি, তা বড়স্টেশন মাছঘাটে এনে বিক্রি করলাম। যা বিক্রি হয়েছে তেলের খরচও উঠে না।’
ইলিশ কিনতে আসা আরফান বলেন, ‘আমি মাঝেমধ্যেই ইলিশ কিনতে মাছঘাটে আসি। নিজের জন্যও কিনি এবং বিভিন্ন স্থানেও পাঠাই। তবে কয়েক দিনের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। যে পরিমাণ সরবরাহ তাতে দাম আরেকটু কমা উচিত। বিশেষ করে চাঁদপুরের নদীর ইলিশের দাম কমছেই না।’
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ফয়সাল ঢালী জানান, চাঁদপুর মাছঘাটে বেশির ভাগ ইলিশ হাতিয়া ও বাঁশখালি এলাকার। ট্রলার ও ট্রাকে করে এসব ইলিশ ঘাটে নিয়ে আসা হয়। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ খুব কম। যার কারণে স্থানীয় বাজারে দাম চড়া। বর্তমানে ইলিশের মধ্যে এক কেজি ওজনের প্রতি মণ ৫৬ থেকে ৬০ হাজার টাকা, এক কেজির নিচে মাঝারি আকারের ইলিশ ৩৫ থেকে ৩৬ হাজার টাকা মণ এবং ছোট আকারের ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। মাছঘাটে আগামী অক্টোবরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগ পর্যন্ত দেশের এই বৃহৎ ইলিশের ঘাট সরগরম থাকবে বলেও জানিয়েছেন এই ব্যবসায়ী।