নির্বাচন নিয়ে এবার ওয়ার্কশপ-ধর্মী আলোচনায় বসছে ইসি
দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরুর বাকি রয়েছে দুই মাসেরও কম। এ নির্বাচন নিয়ে ‘প্রত্যাশা ও করণীয়’ বিষয়ে অংশীজনের পরামর্শ নেওয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথম ধাপে গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আগামী ১৩ সেপ্টেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। তবে, এটি ওয়ার্কশপ-ধর্মী হবে বলে জানা গেছে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা এক ধরনের ওয়ার্কশপ। প্রথম ধাপে অন্তত আটজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। গণমাধ্যম সম্পাদক, সাবেক আমলা, নির্বাচন বিশেষজ্ঞদের কাছ থেকে নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা শুনবেন, জানবেন। ধাপে ধাপে এ ধরনের মতবিনিময় হতে পারে। ১৩ সেপ্টেম্বর ওয়ার্কশপের পর এর ধারাবাহিকতা কীভাবে চলবে তা কমিশন সিদ্ধান্ত নেবে।’
কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর নানা বিষয়ে সংলাপের আয়োজন করা হয়। এরপর ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর সংসদ নির্বাচনের পথে কর্ম পরিকল্পনা তুলে ধরে রোডম্যাপ ঘোষণা করেন।
রোডম্যাপ ঘোষণার এক বছরপূর্তিতে ফের অংশীজনের মতামত দিচ্ছে। তবে, রাজনৈতিক দলের সঙ্গে ফের সংলাপ হবে কি-না সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। ১ নভেম্বর থেকে ভোটের ক্ষণ গণনা শুরু হবে। আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ওই বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন করার কথা জানিয়েছে ইসি।