প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুরু
ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মোদির বাসভবনে এই বৈঠক শুরু হয়। এর আগে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই বৈঠকের তথ্য জানিয়ে বলেছিলেন, সেখানে সমঝোতা স্মারক সই হতে পারে।
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বেলা ১১টার দিকে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে পৌঁছালে লাল গালিচায় তাকে স্বাগত জানানো হয়।
জি-২০ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আর সভাপতির এখতিয়ারেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী মোদি যে নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, বাংলাদেশ ও মরিশাস তাদের অন্যতম। বাকিগুলো হলো—স্পেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিসর ও নাইজেরিয়া।
দুদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে আগামীকাল শনিবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের সময় অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বেঠকে অংশ নেবেন।
নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে। সমঝোতা স্মারকগুলো হলো—কৃষি খাতে গবেষণা, টাকা-রুপিতে লেনদেন সুগম করা ও সাংস্কৃতিক বিনিময়।
নয়াদিল্লি সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।