ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলনেতাকে তুলে নেওয়ার অভিযোগ
ময়মনসিংহে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধোবাউড়ার বালিগাঁ এলাকা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। এ বিষয়ে পুলিশের জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ কিছুই জানে না বলে জানিয়েছে।
ওই নেতার নাম আব্দুল আউয়াল (২০)। তিনি ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদক।
আব্দুল আউয়ালের বাবা আজ রাত ১০টার দিকে জানান, সকালে বড় বোন নাজমা আক্তারকে মুন্সিরহাট বাজারে ডাক্তার দেখাতে নিয়ে যান তিনি। পরে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বালিগাঁ এলাকায় দুই বাইক আরোহী অটোরিকশাকে ব্যারিকেড দিয়ে তাঁকে জোর করে নামিয়ে বাইকে তুলে নিয়ে যান। এরশাদ বাজারের এক দোকানদার তাঁকে জানান ডিবি পুলিশ তাঁর ছেলেকে তুলে নিয়ে গেছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ও ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রুবেলের কাছে ফোনে জানতে চাইলে তাঁরা বলেন, এই নামে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।