বেনাপোলে এবার ২৫ হাতবোমা উদ্ধার
বেনাপোল স্থলবন্দর এলাকায় ২৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দরের পাশ থেকেই হাতবোমাগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিন দিনে বন্দর এলাকা থেকে ৬৬টি হাতবোমা উদ্ধার করা হলো।
এর আগে গত ২ সেপ্টেম্বর যশোর র্যাব-৬ সদস্যরা বন্দর এলাকার বাদল হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে ১৮টি ককটেল বোমা উদ্ধার করে। পরেরদিনই, অর্থাৎ ৩ সেপ্টেম্বর বন্দর এলাকার কেমিক্যাল শেডের পশ্চিম পাশে ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত আরও ২৩টি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বন্দর এলাকার পরিস্থিতি নষ্ট করতেই একটি গ্রুপ বোমাগুলো সেখানে রেখেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ সদস্যরা বন্দর এলাকার কেমিক্যাল শেডের পেছনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৫টি হাতবোমা উদ্ধার করা হয়।’
ওসি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো থানায় জমা দেওয়া হয়েছে। বোমাগুলো কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা তদন্ত করা হচ্ছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ভিজিয়ে রাখা হয়েছে।’
কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘বন্দরকে অশান্ত করতে একটি গ্রুপ বোমাগুলো বন্দর এলাকায় রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।’