জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
রংপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে রেজাউল নামে এক যুবক নিহত হয়েছেন। আর তার চাচাতো ভাইয়ের নাম রাব্বী। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ির হাট এলাকায় পারিবারিক সালিশের সময় এ ঘটনা ঘটে।
নিহত ২৮ বছর বয়সী রেজাউল চন্দনপাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ও রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য নিজ বাড়িতে সালিশি বৈঠকে বসেন রেজাউল ও তার চাচাতো ভাই-বোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বীর বাবার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউলের মাথায় রাম দা দিয়ে কোপ দেন রাব্বী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই যুবলীগ কর্মী।
এ বিষয়ে চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনাটি ঘটেছে।’
রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন বলেন, ‘রেজাউল যুবলীগের একজন পরিক্ষিত ও নিবেদিত কর্মী ছিলেন। আমরা প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’
বিষয়টি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত সরকার বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’