যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ধারণ, গ্রেপ্তার সাত
রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাফাত, তুষার ও আহমেদসহ সাতজনকে আটক করা হয়।
আজ শনিবার সকালে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
আ ন ম ইমরান খান বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।’