আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করব : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে দেশের একজন মানুষও নিরাপদে থাকতে পারবে না। দেশের স্বাধীন-সার্বভৌমত্ত্ব থাকবে না। তাই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করব।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এ কথা বলেন। এক দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ গণমিছিল করে বিএনপি।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের কেউ নিরাপদে থাকতে পারবে না। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে দেশের একজন মানুষও নিরাপদে থাকতে পারবে না। দেশের স্বাধীন-সার্বভৌমত্ব থাকবে না। তাই এ আপদ বিদায় করতে হবে।’
মির্জা আব্বাস বলেন, ‘এ সরকারের লজ্জা থাকলে তারা বিদায় নিত। পুলিশের ওপর ভয় করে বিএনপি নেতাকর্মীদের খুন গুম করে তারা ক্ষমতায় আসে। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে।’
ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।
বিকাল সোয়া ৪টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদাভাবে গণমিছিল নিয়ে নয়াপল্টনে এক হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে আসে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে আসে।