২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দীর্ঘ ২৩ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান পাঠানকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে মাতুয়াইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রহমান পাঠান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় মিজান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বাড়ি উপজেলার হাট বালিগাঁও গ্রামে।
র্যাব ১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এম ফখরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৩ বছর আগে পূর্ব শত্রুতার জের মিজান নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেন আব্দুর রহমান পাঠান। পরে মিজানের পরিবার তাঁর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা করে। এরপর তিনি বিদেশে পালিয়ে যান। দীর্ঘ দিন পর দেশে ফিরে আসেন। ইতোমধ্যে আদালত আব্দুর রহমান পাঠানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং আসামি পলাতত থাকায় গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর হবে বলে আদেশ দেন। রায় ঘোষণার বিষয়টি জানতে পেরে আসামি আব্দুর রহমান পাঠান আত্মগোপনে চলে যান। গোপন তথ্যে অভিযান চালিয়ে গতকাল রাতে মাতুয়াইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।