আন্দোলনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে হবে : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের ওপর নির্ভর করা যায় না। কারণ এ সরকার নির্বাচিত সরকার না। যে কারণে দল গোষ্ঠীর চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি গুরুত্ব দেয়। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হচ্ছে, এ অবস্থা চলতে দেওয়া যায় না।
ময়মনসিংহে আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু প্রতিরোধের দাবিতে লিফলেট বিতরণপূর্ব সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, আমাদেরকে সেই লড়াইটা করতে হবে, যে লড়াই এক দফার লড়াই। যে লড়াই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লড়াই। তা সম্ভব শুধু একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা সেই লড়াই করে যাচ্ছি। পাশাপাশি জনগণের সমস্যা সমাধানের জন্য ভূমিকা রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, জেলা দক্ষিণ যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন প্রমুখ।