এয়ারপোর্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী মো. সেহেল জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে ওই যুবক গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।’