যারা ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘যে সরকার তার জনগণকে ডেঙ্গুর মতো রোগ থেকে রক্ষা করতে পারে না, যে সরকার তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না—সেই সরকারের আর এই মাটিতে এক দিনও ক্ষমতায় থাকার অধিকার নেই।’
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে মহানগর বিএনপি আয়োজিত অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে চরম ব্যর্থতার বিরুদ্ধে লিফলেট বিতরণপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্য খাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। সরকারের অবহেলা ও উদাসীনতায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।’
মহানগর বিএনপির আহ্বায়ক এ কে কায়ুউম জঙ্গির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, সদস্য ফরিদা বেগম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এ বি সিদ্দিকী মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরীর নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ তাবরিজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েস প্রমুখ।
এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে থেকে লিফটের বিতরণ শুরু হয়ে গোলপুকুর ড্রিমের সামনে গিয়ে শেষ হয়।