পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল
পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে ট্রেনটি মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়।
এদিন প্রথম ট্রায়ালে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেনটি ভাঙ্গা থেকে মাওয়া যায়। এরপর ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে আট বগির ট্রেনটি মাওয়া থেকে ভাঙ্গায় এসে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে।
দ্বিতীয় ট্রায়ালে ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া যাওয়ার পথে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলাচল করে। ফরতে পথে মাওয়া থেকে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে আবার ভাঙ্গায় পৌঁছে বেলা ১১টা ৫০ মিনিটে।
এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান বলেন, ‘এর আগে যাত্রী নিয়ে ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। ভাঙ্গা থেকে পদ্মা সেতুর রেললাইন দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলের ট্রায়াল দেওয়া হচ্ছে।’