সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই : আইনমন্ত্রী
বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) পরিবর্তন করে জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন গত ১৩ জুলাই পাস হয়েছে। নতুন আইনে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তারের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, ‘সাইবার নিরপাত্তা আইনে আমলযোগ্য অপরাধের মাত্র চারটি ধারা রয়েছে। আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করার সুযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই। যেসব প্রশ্ন উত্থাপন করা হচ্ছে এগুলো সাইবার নিরপাত্তা আইনের অপব্যাখ্যা।’
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিকমহলের আপত্তি ছিল এগুলোর আমুল পরিবর্তন করা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে। এই আইনে টেকনিক্যাল অপরাধ হ্যাকিংয়ের জন্য সর্বোচ্চ ১৪ বছরের সাজার বিধান রয়েছে।’