ট্রাকচালক আটকের প্রতিবাদে পাঁচ ঘণ্টা সার পরিবহণ বন্ধ
ট্রাকচালক আটকের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সারকারখানা থেকে পাঁচ ঘণ্টা সার লোড-আনলোড ও ট্রাক চলাচল বন্ধ রাখে স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকে ১৯ জেলায় সার পরিবহণ।
পরে পুলিশ ট্রাকচালককে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে ট্রাক শ্রমিক ইউনিয়ন।
কারখানা ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে একটি ট্রাক জামালপুরের নান্দিনা থেকে তারাকান্দিতে ফিরছিল। পথিমধ্যে সরিষাবাড়ী পৌরসভার আলতা সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাচালক রতন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও ট্রাকচালক সোলাইমানকে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়ন যমুনা সার কারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহণ বন্ধ করে দেয়। পরে দুপুরে চালককে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।
এ ব্যাপারে তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি টিটু মিয়া জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি অটোরিকশার চালক আহত হন। আহত চালকের চিকিৎসা করাচ্ছি আমরা। ওই ঘটনায় পুলিশ ট্রাকচালককে থানায় নিয়ে যায়। এর প্রতিবাদে আজ সকাল থেকে যমুনা সারকারখানার সার পরিবহণ বন্ধ রাখা হয়। দুপুরে আটক চালককে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
তারাকান্দি যমুনা সারকারখানার মহাব্যাবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার একটি বিষয় নিয়ে এক ট্রাকচালককে পুলিশ আটক করে। এর প্রতিবাদে ট্রাক শ্রমিকরা সার পরিবহণ বন্ধ রাখে। দুপুরের পর থেকে তাদের কর্মসূচি প্রত্যাহার করলে সার পরিবহণ পুনরায় চালু হয়।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা ও আহত রোগীর স্বজনদেন সঙ্গে আলোচনা করে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ট্রাকচালক সোলাইমানকে ছেড়ে দেওয়া হয়।