বিএনপির তিন নেতাকে পদোন্নতি
বিএনপির তিন নেতাকে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষীপুরের সাবেক সংসদ সদস্য ও লক্ষীপুর জেলা বিএনপির সদস্য আলহাজ নাজিম উদ্দিন আহমেদ, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল আশা প্রকাশ করে, উল্লেখিত তিন নেতা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।