চাঁদাবাজির দায়ে পুলিশসহ দুই সাংবাদিক কারাগারে
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠান আদালত।
তাঁরা হলেন ঢাকা জেলা পুলিশ লাইনসের কনস্টেবল মো. মনিরুল (২৭), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মো. জহিরুল ইসলাম (৪১), শরীয়তপুর জেলার পালং থানার এনামুল হক শামীম (৩৬)। কনস্টেবল মনিরুলের বাড়ি রাজবাড়ি জেলার পাংশায়।
পুলিশ জানায়, রাজফুলবাড়িয়া এলাকায় ওয়ার্কশপ শ্রমিক শাওন, সুমন হোসেন ও বাসের সহকারী ইমরানকে ডিবি পুলিশ পরিচয়ে চারজনের একটি দল আটক করে হ্যান্ডকাফ পরায় এবং মারধর করে। পরে তাদের কাছে মুক্তির বিনিময়ে অর্থ দাবি করলে সন্দেহ হয় এলাকাবাসীর। তাই তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অবহিত করে। এরপর তারা ভুয়া ডিবি পুলিশ তা প্রকাশিত হয়। এ সময় সোহেল নামে একজন পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাঁদের ব্যবহৃত প্রাইভেট কার, নগদ টাকা, হ্যান্ডকাফ ও বিভিন্ন পত্রিকার আইডি কার্ড জব্দ করা হয়।
পরে বিকেলে তাঁদের ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল তারা। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। কনস্টেবল মো. মনিরুলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।