রিয়াজ উদ্দিনের কাছে লিখিত জবাব চেয়েছে আওয়ামী লীগ
অর্থ কেলেঙ্কারিসহ বেশকিছু অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে দলীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সঙ্গে স্থায়ীভাবে কেন তাকে বহিষ্কার করা হবে না সে বিষয়েও লিখিত জবাব চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সই করা এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭(১) ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও নৈতিক স্খলনজনিত কারণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে অব্যাহতি দেওয়া হলো। আগামী ১৫ দিনের মধ্যে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে লিখিত জবাব দেওয়ার জন্য জানানো হলো।
এর আগে মঙ্গলবার রিয়াজ ইস্যুতে ‘বাকযুদ্ধে’ জড়ান মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির। দুপুরে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দুই মহানগর ও সহযোগী সংগঠনের যৌথসভায় রিয়াজ ইস্যুতে প্রশ্ন করা হয়। তবে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ওই প্রশ্নের উত্তর দেননি।
এর কিছু সময় পরেই মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফিকে রিয়াজের বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন। তখনি চটে যান মন্নাফি।