মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না : মেয়র তাপস
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি দেখে তাদের মুখ শুকিয়ে গেছে। একজন (মির্জা ফখরুল) তো লজ্জায় ঠাকুরগাঁও গিয়ে লুকিয়েছেন। আমরা তাকে আর ঢাকায় ঢুকতে দেবো না।’ আজ বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ২২নং ওয়ার্ডের উন্নয়ন উৎসবে মেয়র তাপস এ কথা বলেন।
বিএনপির তীব্র সমালোচনা করে মেয়র তাপস বলেন, ‘আজকে অনেকেই বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেন। দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না। তাদের আমলে তো উন্নয়ন হয়নি। তারা উন্নয়ন করতে পারেনি। ফলে তারা এখন দেশের উন্নয়ন দেখতে পায় না। তারা মেট্রোরেল, পদ্মা সেতু দিতে পারেনি। তারা কর্ণফুলি টানেলের চিন্তাও করতে পারেনি। তারা ক্ষমতায় থাকার সময় শুধু নিজেদের উন্নয়ন করেছে।’
‘আগামী একশ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভব হবে না’ উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন। এটা দেখে তাদের মুখ শুকিয়ে গেছে। এক নেতা লজ্জায় ঠাকুরগাঁও গিয়ে পালিয়েছেন। এ সেলফি এখন গোটা বিশ্ববাসী দেখেছে। এখন আর তারা (বিএনপি নেতারা) বলতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র ও সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন আওয়ামী লীগের সঙ্গে নেই। তারা এসব কথা বলে জনগণকে আর ধোকা দিতে পারবে না।’