কেন্দ্রীয় যুবলীগনেতাসহ দুজনের বিরুদ্ধে মানহানির মামলা
কিশোরগঞ্জে আদালতে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পালসহ দুই যুবলীগ নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫-এ আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি করেন মাইজচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাবারক মিয়াজী।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক পার্থ ভদ্র অভিযোগ আমলে নিয়ে আগামী ২৭ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দেন। মামলার অপর আসামী হচ্ছেন, বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা আলম হিমেল বিষয়টি নিশ্চিত করে জানান, মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলার বিষয়ে বাদী মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজী বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে সুব্রত পাল গত ১৬ সেপ্টেম্বর আমার ইউনিয়নের আয়নারগোপ ট্রলারঘাট, পারকচুয়া মাদ্রাসার সামনে ও বাহেরবালী এলাকায় তিনটি পথসভা করেন। এসব পথসভায় তিনি ও শফিকুল ইসলাম আমাকে গরুচোরসহ বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে বক্তব্য দেন।
তাবারক মিয়াজী আরও বলেন, ‘সুব্রত পাল ও শফিকুল ইসলামের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাঁদের এ ধরনের বক্তব্যে আমার মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং সামাজিকভাবে মর্যাদাহনি হয়েছে। তাই ন্যায়বিচার চাইতে আদালতের শরণাপন্ন হয়েছি।’
মামলার বাদী মাইজচর ইউপি চেয়ারম্যান বিগত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি বর্তমানে ইউনিয়ন যুবলীগেরও এক নম্বর সদস্য।