মেয়র তাপসের বক্তব্যের পাল্টা জবাব দিলেন মির্জা ফখরুল
আওয়ামী লীগের নিরপেক্ষ নির্বাচনের দাবি একটি তামাশা মন্তব্য করে বিএনপির মহাসচিব ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্যে ‘জমিদারি ও সন্ত্রাসী ভাব রয়েছে। এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা। তাদের সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে।”
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’—মেয়র তাপসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করছে আওয়ামী লীগ। অগণতান্ত্রিক আচরণের জন্য বিচার বিভাগকে ব্যবহার, রাষ্ট্র টিকে থাকার হুমকি হিসেবে দাঁড়ায়। বিচার বিভাগ নিরপেক্ষ না থাকলে রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলো ভেঙে দিচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নিরপেক্ষ নির্বাচনের দাবি একটি তামাশা। নাটোরে রোড মার্চের গাড়িতে আগুনের ঘটনায় অগ্নিসন্ত্রাস কারা করেছে, তা পরিষ্কার হয়ে গেছে। ইইউ পর্যবেক্ষক দলের সিদ্ধান্ত আবারও প্রমাণ করল—আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘হামলা-মামলা করে জনগণের আন্দোলন দমানো যাবে না। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ভালো না। অথচ, সরকার তাকে বিদেশে নেওয়ার কোনো ব্যবস্থা করছে না।’
এ সময় সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে সরকারের আচরণের ওপর নির্ভর করে বিএনপির কর্মসূচি ঠিক করা হবে।’