সেলফি তোলে মনোবল চাঙা রাখার প্রচেষ্টায় আওয়ামী লীগ : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা সব হারিয়ে এখন সেলফি তোলে মনোবল চাঙা রাখার প্রচেষ্ঠা চালাচ্ছেন। ওই সেলফি তোলে কোনো কাজ হবে না। সেলফি তোলে কোনো লাভ নেই। সারা বিশ্বের বিবেক বাংলাদেশের জনগণের পক্ষে আছে।’
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে রোডমার্চ উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন আমীর খসরু।
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের মনোবল এখন ভেঙে গেছে। তাই রাস্তায় থেকে অন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের মুক্তির সংগ্রামে জয়ী হতে হবে।’
আমীর খসরু বলেন, ‘সংসদ বাতিল ও নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি সম্পাদক জাকির হোসেন উজ্জলসহ আরও অনেকে।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, ‘আওয়ামী লীগ একটি দিবাস্বপ্ন দেখছে, আগামী জানুয়ারি মাসে নির্বাচন হবে। এই জানুয়ারি মাসে দেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। একটা ফুটবল খেলা খেলতে গেলে দুটি টিম লাগে। ফুটবল খেলার এক টিম বিএনপি যদি খেলতে না যায়, তাহলে কার সঙ্গে খেলবে আওয়ামী লীগ?’
বৃহস্পতিবার বিকেল থেকে বিএনপির রোডমার্চকে কেন্দ্র করে নেতাকর্মীরা জেলার সাত উপজেলা থেকে নানান স্লোগান সম্বলিত প্লে-কার্ডসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন। এ সময় কয়েক হাজার নেতাকর্মী সরকার পতনের এক দফা দাবিতে স্লোগান দেন।