বেগম খালেদা জিয়া আবারও সিসিইউতে
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। তিনি চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল। পরদিন সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খালেদা জিয়াকে কেবিন নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। তাঁর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে বলেছেন, অতি দ্রুত তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশ সম্ভব নয়। এজন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তাঁর পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে সরকারের প্রতি একাধিকবার আহ্বান জানানো হয়।