আট বছর পর বাংলাদেশ হবে উন্নয়নের ২৫তম দেশ : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজ থেকে আট বছর পর বাংলাদেশ উন্নয়নের দিক থেকে ২৫তম দেশের তালিকায় চলে যাবে। পৃথিবীর ২৫টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি দেশ। ৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ।’ আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরল উপজেলায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশ আয়োজন করা হয়।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে সেই রূপ রেখা ঘোষণা করেছেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে। প্রতিপক্ষ বলে আমেরিকা নাকি আমাদের বিরুদ্ধে আছে। পশ্চিমা দেশগুলো নাকি আমাদের পক্ষে নেই। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো আমাদের বিরুদ্ধে নয়, বরং আপনারা এ দেশের বিরুদ্ধে তাদের কাছে মিথ্যাচার করেন। বিএনপি মিথ্যাচার করতে করতে এখন আইসিইউতে ভর্তি আছে। এই হলো তাদের অবস্থা।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের মতামতকে বিশ্বাস করে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত ৭৪ বছর ধরে এই দেশের যত অর্জন প্রতিটি অর্জনের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। এই আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। আওয়ামী লীগের নেতৃত্বেই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই।’
শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে মন্তব্য করে করে নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা আজকে এমন এক নেতৃত্বে পরিণত হয়েছেন, তাঁর নেতৃত্ব এখন হিমালয় সমান চলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা সম্মানিত হয়েছি। যারা সমালোচনা করেন, তাঁদের যদি বলা হয় শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব কে? তাহলে তারা কেউ বলতে পারবেন না।’
সমাবেশে তেঘরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হুসেন আলীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবির (পিপি) সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন প্রমুখ।