ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলায় তদন্ত কমিটি
ময়মনসিংহের ত্রিশালে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত বাবুর্চি সোহরাবকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. নজরুল ইসলাম এই তথ্য জানান।
টিএইচও ডা. নজরুল জানান, সাংবাদিক মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে ডা. মনোয়ার সাদাতকে সভাপতি, উপজেলা স্যানেটারি কর্মকর্তা এ বি সিদ্দিক ও সিনিয়র স্টাফ নার্স কামরুন্নাহারকে সদস্য করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডা. নজরুল।
এর আগে আজ সকালে হামলার শিকার হন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা।
আহত তুহিন জানান, এর আগে হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়েছে। হাসপাতালের খাবারের মানের বিষয়ে জানতে আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারা।
সাংবাদিক তুহিনের দাবি, আজ সেখানে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেন। পরে আরও আট থেকে ১০ জন কর্মচারী সেখানে এসে অতর্কিত হামলা চালায়। হামলার পর ৯৯৯ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে।
এ বিষয়ে দুপুর পৌনে ২টায় টিএইচও নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘আমি বাইরে ছিলাম। এখন হাসপাতালে এসেছি। না জেনে কিছু বলতে পারব না।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা হয়েছে—এমন সংবাদে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। কী কারণে হামলা হয়েছে তা খতিয়ে দেখা হবে।’