করজোড়ে সর্বসাধারণের কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান
ওমরাহ থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। কোনো ভুল করে থাকলে সর্বসাধারণের কাছে করজোড় ক্ষমা চান তিনি।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীরর মাসদাইরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। আগামীকাল দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশে পরিবারের সব সদস্য বাংলাদেশ ত্যাগ করবেন।
শামীম ওসমান বলেন, ‘মানুষের জীবন অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি, যা আমাদের উচিত না। আমি আগামীকাল স্বপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন।’
শামীম ওসমান আরও বলেন, ‘সেখানে গিয়ে আমি নিজের জন্য যেভাবে দোয়া করব, আমি চাই আমার এলাকার ও দেশসহ সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন, এই জন্য সবাই দোয়া করবেন।’
সবার কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি একজন মানুষ। ফেরেশতা এবং শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতেই হয়। হয়তো আমার অপজিশনে যারা আছেন তারা কষ্ট পান। আমি তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, হাতজোড় করে। ভুলত্রুটি হতেই পারে, হয়তো হয়েছেও। তাই সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি।’
শামীম বলেন, ‘ফিরে আসব কি-না আমি জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকে শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি, এই দোয়া করবেন।’ এ সময় তিনি ওমরাহ থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করার অঙ্গিকার করেন।